ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চৌগাছায় বোরো মৌসুমের ধান-চাল কেনা শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৯, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চৌগাছায় বোরো মৌসুমের ধান-চাল কেনা শুরু

যশোরের চৌগাছায় সরকারিভাবে চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১২টায় উপজেলা খাদ্যগুদামে এই ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা পলাশ আহমেদ জানান, চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ৪শ ৮ টন ধান এবং ২ হাজার ৩শ ৬৪ টন চাল সংগ্রহ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ডা. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার পপি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা পলাশ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম প্রমুখ।


যশোর/রিটন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়