ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নিষিদ্ধ ওষুধ বিক্রি: টাঙ্গাইলে ৫ ফার্মেসী মালিককে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নিষিদ্ধ ওষুধ বিক্রি: টাঙ্গাইলে ৫ ফার্মেসী মালিককে জেল-জরিমানা

টাঙ্গাইলে অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও প্রেসিক্রপশন ছাড়া ওষুধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসী মালিককে ১০ হাজার টাকা জরিমানা ও তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ মে) বিকেলে শহরের নিউ মার্কেট এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় টাঙ্গাইল র্যাব-১২ কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত, জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর এর সহকারী পরিচালক নার্গীস আক্তারসহ আইন শৃংঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও আতিকুল ইসলাম বলেন, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির অভিযোগে ও অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ রাখায় ঔষধ আইন ১৯৪০ এর ১৮/২৭ ধারায় তাদের জরিমানা করা হয়। অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ এসব ওষুধ ধ্বংস করা হয়েছে।

এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।


শাহরিয়ার সিফাত/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ