ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বরিশালে করোনা প্রতিরোধে সমন্বিত উদ্যোগে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বরিশালে করোনা প্রতিরোধে সমন্বিত উদ্যোগে প্রশিক্ষণ

বরিশালে শতাধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে করোনা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় থেকে দুপুর পর্যন্ত নগরীর এ কে স্কুলের হলরুমে বরিশালের ৪০টি সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম “করোনা প্রতিরোধে বরিশাল: সমন্বিত উদ্যোগ-এর পক্ষ থেকে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালা পরিচালনা করেন সমন্বিত উদ্যোগের সমন্বয়কারী ও জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

কর্মশালায় বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুর রহমান মিরন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার সদস্য জাকির হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক মুন্না, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন, বরিশাল জেলার সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল¬ভ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বন্ধুমেলা স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি মো. আরাফাত হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো. সুজন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল  বরিশাল জেলা কমিটির সদস্য রিমন শরীফ, লাল সবুজ সোসাইটির সংগঠক মাহতাব হোসেন, এস এন ডি সির সংগঠক তানজিল ইসলাম শুভ প্রমুখ।

কর্মশালায় করোনা ভাইরাসের উৎপত্তি, ছড়িয়ে পড়ার পদ্ধতিসহ স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালা থেকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকায় এলাকায় সচেতনতা বিস্তার কার্যক্রম, লকডাউনে বাসায় জরুরি পণ্য বা ঔষধ পৌঁছানো কার্যক্রম, অসুস্থ রোগীকে চিকিৎসা দান, অসুস্থ রোগী পরিবহন কার্যক্রম ও লাশ দাফন কার্যক্রম বিষয়ক স্বেচ্ছাসেবক টিম গঠনের সিদ্ধান্ত হয়।

কর্মশালা শেষে এ কে স্কুলের মাঠে পিপিই পরিধান ও অ্যাম্বুলেন্সে করোনা রোগী পরিবহন বিষয়ক মহড়া কার্যক্রমের মাধ্যমে হাতেকলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


বরিশাল/জে. খান স্বপন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়