ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫১, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ার ৫ উপজেলায় গত ২৪ ঘণ্টায় দুই নারীসহ সাতজনের করোনা শনাক্ত হয়েছেন।

শনিবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে তাদের করোনার নমুনার ফল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ।

তিনি জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে জেলার ১৮৪ জনের করোনার পরীক্ষার নমুনার ফল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে। এর মধ্যে সাতজনের রেজাল্ট পজেটিভ এসেছে।

আক্রান্তদের মধ্যে নবীনগর উপজেলায় তিনজন, সদরে একজন, সরাইলে একজন, বিজয়নগরে একজন এবং কসবায় একজন। কসবা উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হল।

এদের মধ্যে বিজরনগর ও সরাইলের দুজনকে ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে আনা হবে। অন্যদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া, শনিবার পর্যন্ত জেলায় ২ হাজার ৬৫৮ জনের করোনা নুমনা সংগ্রহ করা হয়।  এর মধ্যে ২ হাজার ৩৮৪ জনের নমুনার ফলাফল পৌঁছেছে। এদের মধ্যে শনিবারের সাতজন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৭০।

আক্রান্তদের মধ্যে মারা গেছেন দুইজন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪১জন। আইসোলেশনে আছেন ২০ জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশনে ১৫ জন, ঢাকায় চারজন ও কুমিল্লায় একজন করোনা রোগী আছেন।

 

রুবেল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়