ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু 

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু 

রাঙামাটির কাপ্তাইয়ে ২নং রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে উনু মারমা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ মে) ডংনালা পাহাড়ে এ ঘটনা ঘটে। চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বাড়ী রাইখালী ডংনালা মারমা পাড়া এলাকায়।

স্থানীয় ইউপি সদস্য মংনুচিং মারমা জানান, ওই নারী সকাল ৭টায় ডংনালা হাতি মারা উপরের পাহাড়ে কাঠ কাটতে যান। সেখানে বন্য হাতির দল তাকে আক্রমণ করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে নিয়ে যান। সেখানে মৃত‌্যু হয় তার।

হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, নিহত নারীর আঘাত গুরুতর ছিল।

২নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক জানান, ওই এলাকায় প্রায়ই বন্য হাতি আক্রমণ চালায়। এতে স্থানীয়দের জানমালের ক্ষতি হচ্ছে।



বিজয় ধর/নাসিম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়