ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

টাঙ্গাইলে আরও ৯ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৫, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
টাঙ্গাইলে আরও ৯ জন করোনায় আক্রান্ত

টাঙ্গাইলে নার্স, নানা-নাতনিসহ নতুন করে আরও নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে।

রোববার (১৭ মে) রাত সাড়ে ১১টায় জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৪ মে বৃহস্পতিবার জেলা থেকে ঢাকায় পাঠানো ১৭৬টি ও ১৫ মে শুক্রবার পাঠানো ১৫৯টি নমুনার ফলাফল পেন্ডিং ছিল। ওই দুই দিনের ৩৩৫টি নমুনায় নয়জনের পজেটিভ রিপোর্ট আসে। 

১৪ তারিখের নমুনায় টাঙ্গাইল সদরের একজন নার্স, দেলদুয়ার উপজেলার একজন, কালিহাতী উপজেলার একজন ও ধনবাড়ী উপজেলার একজনসহ মোট চারজন আক্রান্ত হন বলে জানা গেছে। ১৫ তারিখের নমুনার ফলাফলে দেখা যায়, দেলদুয়ার উপজেলায় নানা-নাতনিসহ তিনজন, মধুপুর উপজেলায় একজন ও সখীপুর উপজেলার একজনসহ মোট পাঁচজন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের বাড়ি লকডাউন করাসহ তাদের চিকিৎসার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সিভিল সার্জন।

 

টাঙ্গাইল/সিফাত/ইভা  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়