ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মধুপুরে ঘুর্ণিঝড়ে ঘড়বাড়ি-গাছপালার ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মধুপুরে ঘুর্ণিঝড়ে ঘড়বাড়ি-গাছপালার ব্যাপক ক্ষতি

টাঙ্গাইলের মধুপুরে ঘূর্ণিঝড়ের আঘাতে কয়েকটি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার ভোররাতে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে এ ঘুর্ণিঝড় আঘাত আনে।

এতে কুড়ালিয়া, বানিয়াড়ি, থলঘাট, কেওটাই এলাকার প্রায় অর্ধশত ঘরবাড়ি-গাছপালা ক্ষতিগ্রস্থ হয়। উড়ে যায় টিনের চাল। গাছ পড়ে ভেঙ্গে যায় যায় কুড়ালিয়া উচ্চ বিদ্যালয়ের দুটি টিনসেট কক্ষ। বিভিন্ন স্থানে গাছ উপড়ে যাওয়ায় ওই এলাকার বিদ্যুৎ-ডিস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা বলেন, সামান্য সময়ের ঝড়ে কুড়ালিয়া ইউনিয়নের বেশ কিছু এলাকায় ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে ক্ষেতের পাকা ধানসহ নানা ফসলের। বাড়িঘরের পাশাপাশি গাছপালা উপড়ে গেছে। স্থানীয় উপজেলা চেয়ারম্যানকে নিয়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করা হয়ে হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপন করে ক্ষতিগ্রস্থদের সহায়তার ব্যবস্থা করা হবে।

 

টাঙ্গাইল/শাহরিয়ার সিফাত/সাজেদ                                        

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়