ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টাঙ্গাইলে সিএনজি উল্টে যাত্রীর মৃত‌্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
টাঙ্গাইলে সিএনজি উল্টে যাত্রীর মৃত‌্যু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে অজ্ঞাত পরিচয় (৫০) এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালক ও মা-ছেলে সহ আরও তিন যাত্রী।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার গোল্লায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত চার জনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিএনজি চালক ভূঞাপুর উপজেলার বীরহাটি গ্রামের মো. সাউন মিয়া (৩৫), যাত্রী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার জুমার খুলশিয়া গ্রামের রোজিন খাতুন (২৮) ও তার ছেলে মো. রাকিবুল হাসান (৮)।

এই ঘটনায় আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ভূঞাপুর থেকে একটি সিএনজি চারজন যাত্রী নিয়ে গাজীপুরের চন্দ্রায় যাচ্ছিল। পথে বাসাইলের গোল্লায় পৌঁছালে সিএনজি চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কিছুক্ষণের মধ‌্যে সিএনজিটি মহাসড়কে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই সিএনজি এক যাত্রী মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে সিএনজিটির চালকসহ আরও তিন যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।


শাহরিয়ার সিফাত/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়