ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ : চট্টগ্রামে বিশেষ সতর্কতা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঘূর্ণিঝড় ‘আম্ফান’ : চট্টগ্রামে বিশেষ সতর্কতা

চট্টগ্রামের পতেঙ্গা, আনোয়ারা, কর্ণফুলী, সন্দ্বীপসহ উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে।

উপকূলের কাছাকাছি থাকা জনগোষ্ঠীকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।

অপরদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম জেলা প্রশাসন, বন্দর ও পুলিশ পৃথকভাবে চারটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আবু বকর সিদ্দিক জানান, ঘূর্ণিঝড় মোকাবিলা ও জনগণকে সহায়তা করতে নগর পুলিশের সাত হাজার অফিসার ও ফোর্স প্রস্তুত রয়েছে । খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।  ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

সহায়তার জন্য জেলা প্রশাসকের কার্যালয় : ০৩১-৬১১৫৪৫, ০১৭০০ ৭১৬৬৯১ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দামপাড়া সদরদপ্তর ০১ ৪০০ ৪০০ ৪০০ ও ০১৮৮০৮০৮০৮০, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নিয়ন্ত্রণ কক্ষ ০৩১-৬৩০৭৩৯ ও ০৩১-৬৩৩৬৪৯ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ,  নৌ বিভাগ (০৩১ ৭২৬৯১৬), পরিবহন বিভাগ (০৩১ ২৫১৭৭১১) ও সচিব বিভাগের (০১৭৫১ ৭১৩০৩৭)  নম্বরে ফোন করা যাবে।



চট্টগ্রাম/রেজাউল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়