ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বরগুনায় আম্ফানের প্রভাবে দমকা বাতাসসহ ভারী বর্ষণ শুরু

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৭, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বরগুনায় আম্ফানের প্রভাবে দমকা বাতাসসহ ভারী বর্ষণ শুরু

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে বরগুনায় দমকা বাতাস ও ভারী বর্ষণ শুরু হয়েছে।

বুধবার (২০ মে) ভোর ৬টা থেকে থেমে থেমে দমকা বাতাসের পাশাপাশি হালকা থেকে ভারী বর্ষণ শুরু হয়।

মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার পর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে রাত ১০টার পর ভারী বর্ষণ শুরু হয়ে কিছুক্ষণ পর থেমে যায়। রাতভর তেমন কোনো বৈরী প্রভাব ছিলো না।

বুধবার ভোরে কলাপাড়া আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ মুঠোফোনে জানান, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বৃষ্টি ও দমকা বাতাস বইতে শুরু করেছে। বাংলাদেশের উপকূলে আঘাত হানার পর এর বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার।

পাউবো বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কাওছার হোসেন জানান, রাত ৯টা পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বরগুনার নদ-নদীর জোয়ারের পানি দেড় ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। রাতে ভারি বর্ষণ হলে বুধবার সকাল নাগাদ তা দ্বিগুণ হতে পারে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার বুধবার ভোরে জানান, এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয় নিতে শুরু করেনি। উপকূলবর্তী চরম ঝুঁকিপূর্ণ কিছু এলাকার আশ্রয় কেন্দ্রে সামান্যসংখ্যক মানুষ আশ্রয় নেয়ার খবর পাওয়া গেছে। তবে বেশিরভাগ আশ্রয় কেন্দ্রই এখনো জনমানবশূন্য অবস্থায়ই রয়েছে।

তবে, আজ দুপুরের মধ্যেই ঝুঁকিপূর্ণ বসতির লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে।

** মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
** রাতের মধ্যেই আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
** পায়রা বন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দূরে আম্ফান
** করোনা ও আম্ফান, আতঙ্কে উপকূলবাসী
** ঘূর্ণিঝড় আম্ফান: সিএমপির নিয়ন্ত্রণ কক্ষ চালু
** লক্ষ্মীপুরে 'আম্ফান' মোকাবিলায় প্রস্তুত ৬৬ মেডিক্যাল টিম
** আম্ফানে আতঙ্কিত বরগুনা উপকূল
** 'আম্ফান'র চোখ ১৫ কি. মি. বিস্তৃত
** খুলনার আকাশ মেঘাচ্ছন্ন, ৬০৮ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
** ঘূর্ণিঝড় ‘আম্ফান’ : চট্টগ্রামে বিশেষ সতর্কতা
** বেড়িবাঁধ ভাঙন আতঙ্কে খুলনা উপকূলের ৩ লক্ষাধিক মানুষ
** ঘূর্ণিঝড় আম্ফান: ভোলায় তিন ধাপের প্রস্তুতি
** আম্ফান মোকাবিলায় প্রস্তুত হাতিয়া
** আম্ফানের কারণে সব ঘাটে ফেরি চলাচল সাময়িক বন্ধ
** ‘আম্ফান’র প্রভাবে ঢাকায় বৃষ্টি
** আম্ফানের প্রভাবে বাগেরহাটে বৃষ্টি, ঝড়ো হাওয়া
** ঘূর্ণিঝড়ের আগে উপকূল: আকাশ রূপ পাল্টাচ্ছে বারবার
** ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, আতঙ্কে শরণখোলাবাসী
** ‘আম্ফান’-এর প্রভাবে গোপালগঞ্জে দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু
** ঝালকাঠিতে ‘আম্ফান’ মোকাবিলায় প্রস্তুত ২৭৪ সাইক্লোন শেল্টার
** ঘূর্ণিঝড় ‘আম্ফান’: প্রস্তুত নৌবাহিনীর ২৫ জাহাজ
** বুধবার সকাল ৬টা থেকে মহাবিপদ সংকেত

 

রুহান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়