ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হাতিয়ায় আশ্রয়কেন্দ্রে ২৫ হাজার মানুষ

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩২, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হাতিয়ায় আশ্রয়কেন্দ্রে ২৫ হাজার মানুষ

শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান থেকে রক্ষা পেতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ২৫ হাজার মানুষকে ১৮৫টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  হাতিয়া উপজেলার ১৮৫টি আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতা ৮০ হাজার। তবে বর্তমানে ২৫ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। কেন্দ্র গুলোতে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের ব্যবস্থা রয়েছে।

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া পুরোটা মেঘনা নদী দ্বারা বেষ্টিত হওয়ায় যেকোন প্রাকৃতিক দুর্যোগ দ্বীপটির ওপর আঘাত হানে বেশি।

 

নোয়াখালী/সুজন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়