ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাজীপুরে আরও ৫৬ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গাজীপুরে আরও ৫৬ জন করোনা আক্রান্ত

গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৬৭৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩ জন।

বৃহস্পতিবার (২১ মে) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, সর্বশেষ গাজীপুরে ৩২৬ জনের নমুনা পরীক্ষার পর নতুন ওই ৫৬ জনের করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট আসে। নতুন আক্রান্তদের মধ্যে ৫৩ জনই গাজীপুর সদর উপজেলার,  ১জন কালীগঞ্জ উপজেলার এবং ২ জন শ্রীপুর উপজেলার বাসিন্দা।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, এ পর্যন্ত গাজীপুরে ৭ হাজার ১২৪ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যে  করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে ৬৭৩ জনের দেহে। আক্রান্তদের মধ্যে সর্বাধিক ৩৮৮ জন গাজীপুর সদর উপজেলায়। এছাড়াও কালীগঞ্জে ১১০ জন, কাপাসিয়ায় ৮০ জন, কালিয়াকৈরে ৬৩ জন এবং শ্রীপুরে ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

 

গাজীপুর/হাসমত/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়