ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আম্ফানে খুলনায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৪ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আম্ফানে খুলনায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৪ লাখ মানুষ

শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে খুলনা জেলার নয়টি উপজেলার ৮৩ হাজার ৫৬০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতিতে পড়েছেন চার ৪৫ হাজার লাখ মানুষ।

সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় উপজেলা কয়রা। সেখানে ওয়াবদার বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে গেছে।

বৃহস্পতিবার (২১ মে) খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, আম্ফানে খুলনার নয়টি উপজেলার ৬৮টি ইউনিয়নে কম বেশি ক্ষতি হয়েছে। কয়রা ও দাকোপে বাঁধ ভেঙে গেছে। বুধবার (২০ মে) রাতে দুই লাখ সাত হাজার মানুষ ৮১৪টি সাইক্লোন সেন্টারে আশ্রয় নেন। তবে ঘূর্ণিঝড়ে খুলনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. জাফর রানা বলেন, ‘ঘূর্ণিঝড় আম্ফানে কয়রার চারটি ইউনিয়নের ৫২টি গ্রাম সম্পূর্ণ এবং আরও দুটি ইউনিয়নের ২৪টি গ্রাম আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২১টি স্থানে বাঁধ ভেঙ্গে গেছে। ৫১ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে এক লাখ ৮২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।’


মুহাম্মদ নূরুজ্জামান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়