ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

কুড়িগ্রামে কর্মহীনদের মাঝে আমেরিকা প্রবাসিদের খাদ্য সহায়তা

কুড়িগ্রাম সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুড়িগ্রামে কর্মহীনদের মাঝে আমেরিকা প্রবাসিদের খাদ্য সহায়তা

করোনা পরিস্থিতি ও ঈদ উপলক্ষে কুড়িগ্রামে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে আমেরিকার বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এন্জেলস (বাফলা)’র সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সরকারী বালিকা বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম শতাধিক মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন এনডিসি হাসিবুল হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, সাংবাদিক ওয়াহিদুজ্জামান তুহিন, বাদশাহ্ সৈকত, জাহিদুল ইসলাম, শিক্ষক নারায়ন চন্দ্র, সমাজকর্মী সুজা মন্ডল প্রমুখ।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লাচ্ছা সেমাই, ১ কেজি চিনি, গুড়া দুধ, কিচমিচ ও সাবান।


কুড়িগ্রাম/বাদশাহ সৈকত/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়