ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বরিশালে ভিড় এড়াতে একাধিক ঈদের জামাতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বরিশালে ভিড় এড়াতে একাধিক ঈদের জামাতের নির্দেশ

একসঙ্গে অতিরিক্ত মুসুল্লির ভিড় এড়াতে বরিশাল নগরী এবং জেলার মসজিদগুলোতে একাধিক ঈদ জামাতের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (২২ মে) ইমাম সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এই সিদ্ধান্তের কথা জানান।

জেলা প্রশাসক অজিয়র রহমান জানান, করোনার প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের জামাত খোলা মাঠে করা যাবে না। এ জন্য তিনি ইমাম ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন।

ওই সভায় সিদ্ধান্ত হয়েছে ঈদের দিন সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত প্রতিটি মসজিদে একাধিক ঈদের জামাত করা যাবে।

মুসুল্লিদের উপস্থিতি দেখে পরিস্থিতি বিবেচনায় মসজিদ কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ঈদ জামাতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মহানগর ইমাম সমিতির সভাপতি ও জামে কশাই মসজিদের ইমাম কাজী আব্দুল মান্নান বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশ মেনে নগরীর সুপরিচিত মসজিদগুলোতে দুটি থেকে চারটি পর্যন্ত ঈদ জামাত আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।’

কশাই মসজিদে তিনটি এবং এবায়দুল্লাহ মসজিদে চারটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

কাজী আব্দুল মান্নান জানান, জেলা প্রশাসকের নির্দেশ তিনি বেশিরভাগ মসজিদের ইমামদের জানিয়ে দিয়েছেন। যাতে সংশ্লিষ্ট মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

 

জে. খান স্বপন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়