ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভোলার চরাঞ্চলে ত্রাণ দিল বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্ট

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ২৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভোলার চরাঞ্চলে ত্রাণ দিল বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্ট

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ ভোলার চরফ্যাসন উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে ২০০ পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের কর্মীরা।

শনিবার বিকাল ৩টায় চর-কুকরিমুকরি, চরপাতিলা ও ঢালচরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সমন্বয়কারী মো. ইউনুস, সহকারী পরিচালক রাশিদা বেগম, আঞ্চলিক সমস্বয়কারী আবদুর রব ও আইয়ুব আলী, প্রকল্প সমস্বয়কারী খোকন চন্দ্র শীল, চরফ্যাসন উপজেলা জলবায়ু ফোরাম সদস্য তরিকুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণের বিষয়ে সংস্থার সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, কোস্ট ট্রাস্ট যে কোন দুর্যোগ মোকাবেলায় উপকূলের মানুষের পাশে থাকে এটা কোস্ট ট্রাস্টের নীতি যা সর্বজন স্বীকৃত। উপকূলে যেকোন প্রকার দুর্যোগ মোকাবিলায় বেসরকারি সংস্থার পক্ষ থেকে সবার আগে কোস্ট ট্রাস্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তিনি বলেন দুযোগ মোকাবলায় সংস্থার নির্বাহী  পরিচালক রেজাউল করিম চৌধুরী নিজে সকল কাজ তদারকি করেন এবং দুর্যোগের আগে, চলাকালীন ও পরবর্তী সময় করণীয় বিষয় কর্মীদের নিবেদিত হতে অনু্প্রাণিত করেন । সংস্থার নিজস্ব তহবিল থেকে প্রাথমিকভাবে ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে, এটা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এছাড়া সংস্থাটি দুর্যোগ শুরু হবার আগে মানুষকে সচেতন করেছে, নিরাপদ আশ্রয়ে যেতে সহযোগিতা করেছে এবং রেডিও মেঘনা ৯৯.০০ এফএমএ সতেনতামূলক বার্তা প্রচার করেছে ।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তৈল, লবণ ও সাবান।


ভোলা/আবদুল মালেক/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়