ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ময়মনসিংহ বিভাগে আরও ৩২ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৮, ২৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ময়মনসিংহ বিভাগে আরও ৩২ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহ বিভাগে নতুন আরও ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে  ২টি মেশিনে ৩৭৬টি নমুনা পরীক্ষায় ৩০ জন এবং জামালপুর হাসপাতালে পিসিআর ল্যাবে একটি মেশিনে ১৪টি নমুনা পরীক্ষায় ২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

রোববার (২৪ মে) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এ সব তথ্য জানান।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নার্স, এক স্টাফ ও ভর্তিকৃত দুই রোগীসহ ময়মনসিংহ জেলায় ২৩ জন; নেত্রকোনা জেলায় ৪ জন, শেরপুর জেলায় ৩ জন ও জামালপুর জেলায় ২ জন রয়েছে।

তিনি বলেন, এ নিয়ে ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ৮৬২ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৩৯৩ জন,  জামালপুর জেলায় ১৭৭ জন, নেত্রকোনা জেলায় ২১১ জন এবং শেরপুর জেলায় ৮১ জন

রোববার বিভাগে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। এ নিয়ে সুস্থ হলেন ৩১২ জন।


মিলন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়