ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে শ্বাসকষ্টে চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২০, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে শ্বাসকষ্টে চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফর হোসাইন রুমির (৩৪) মৃত্যু হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জানান, ডা. জাফর হোসাইন রুমি চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে কর্মরত ছিলেন।

মা ও শিশু হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৬ মে শ্বাসকষ্ট নিয়ে ডা. রুমি হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা সংকটাপন্ন হলে ঢাকায় নেওয়ার জন্য পরদিন এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু অ্যাম্বুলেন্সে তোলার সময় এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানতে পারে তার করোনার লক্ষণ রয়েছে। পরে তাকে না নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ফিরে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানান, ডা. রুমির প্রথমবার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। অর্থাৎ তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।  পরে আবার পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। এরই তার মৃত্যু হলো। 


চট্টগ্রাম/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়