ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকামুখী যাত্রীদের চাপ

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকামুখী যাত্রীদের চাপ

বৈরি আবহাওয়ার মধ্যেও মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে কর্মস্থলে ঢাকামুখী যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে।

বুধবার (২৭ মে) আকস্মিক ঝড়ের কারণে সকালে এই রুটে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা পর সকাল ৮টায় সীমিত আকারে আবার ফেরি সার্ভিস সচল করা হয়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার প্রফুল্ল চৌহান জানান, বুধবার ভোর ৬টায় হঠাৎ ঝড়ের কারণে ফেরি সার্ভিস বন্ধ করে দিতে হয়। পরে সকাল ৮টায় আবার সীমিত আকারে সচল করা হয়েছে।

দুপুর ২টার আগে চারটি রো রো ফেরিসহ ছয়টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা ছিল। অপর আটটি ফেরি উত্তাল পদ্মায় বড়বড় ঢেউয়ে চলতে পারছিল না।

তিনি আরও জানান, ফেরিগুলো আসা যাওয়ায় সাধারণত তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। তবে পদ্মা উত্তাল থাকায় সময় লাগছে বেশি। সতি কিলোমিটার এই পথ পাড়ি দিতে এখন সময় লাগছে সাড়ে চার ঘণ্টারও বেশি।

মাওয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মো. হিলাল উদ্দিন জানান, নৌপথে এমনিতেই স্পিডবোট এবং লঞ্চ বন্ধ আছে। তারপরও যাতে ঝুঁকি নিয়ে কোনো নৌযান ছাড়তে না পারে সেজন‌্য সর্তক পাহারা রয়েছে।


রতন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়