ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ঢাকামুখী মানুষের ভিড়

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ঢাকামুখী মানুষের ভিড়

ছবি : আরিফ সাওন

ঈদ শেষে মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়া ফেরিঘাটে মানুষের ভিড় অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৯ মে) ভোর থেকেই দক্ষিণবঙ্গ থেকে কাঁঠালবাড়ি ঘাট হয়ে ঢাকায় ফেরা মানুষের প্রচুর চাপ দেখা গেছে।

তবে শিমুলিয়াঘাট হয়ে ফেরি দিয়ে ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার মানুষের চাপ কম রয়েছে।

বিষয়টি জানিয়েছেন বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম।

মাওয়া নৌ পুলিশের আইসি পরিদর্শক সিরাজুল কবির জানান, আজ ভোর থেকেই দক্ষিণবঙ্গ থেকে কাঁঠালবাড়ি ঘাট হয়ে ঢাকায় ফেরা মানুষের প্রচুর চাপ দেখা গেছে।  শিমুলিয়াঘাটে ফেরি দিয়ে ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার মানুষের চাপ কম রয়েছে।

তবে, ঢাকামুখী গাড়ি ও যাত্রী থাকলেও তা নজর কাড়ার মতই। ভোর থেকেই এই নৌরুটে চারটি রো-রো ফেরিসহ মোট ১৩ ফেরি চলছে। ঘাটে পারাপারের অপেক্ষায় ছোট ও পণ্যবাহী মিলিয়ে শতাধিক গাড়ি রয়েছে।

সরকার যানবাহন ও নৌযান চলাচলের সিন্ধান্ত নেয়ায় সম্ভবত যাত্রীরা ধীরে চলার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল শনিবার আবার চাপ বৃদ্ধি পেতে পারে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান, সকাল থেকেই ১৩টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে ফেরিগুলো যানবাহনের অপেক্ষায় থাকলেও দক্ষিণবঙ্গগামী যানবাহন কম থাকায় ঘাটেই ফেরিগুলো অলস সময় পার করছে। তাই ফেরিজট না থাকায় অনেকটা খালিভাবেই কাঁঠালবাড়ি ঘাটে ফিরে যাচ্ছে ফেরিগুলো। সেখানে ঢাকমুখী কিছু যানবাহন রয়েছে। তবে ফেরি সংখ্যা বেশি থাকায় কোন যানবাহনকে ঘাটে লাইনে থাকতে হচ্ছেনা। ঘাটে আসার সঙ্গে সঙ্গেই ফেরিতে উঠছে যানবাহন।

 

রতন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়