ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে করোনা আক্রান্তের রেকর্ড, একদিনে ২৩৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে করোনা আক্রান্তের রেকর্ড, একদিনে ২৩৮

চট্টগ্রাম নগর ও জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড ২৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৭৮ জন এবং বিভিন্ন উপজেলায় ৫৩ জন শনাক্ত হয়।

শনিবার (৩০ মে) চট্টগ্রামের তিনটি এবং কক্সবাজারের একটি ল্যাবে ১০৮১ জনের নমুনা পরীক্ষা করে এই বিপুল সংখ্যক করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

শনিবার রাত ১টায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এই তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জনের দেওয়া তথ্যমতে, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ২৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে পজিটিভ পাওয়া গেছে ৯৭ জনের। এর মধ্যে নগরের ৯৩ জন। বাকিরা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার।

শনাক্ত হওয়া রোগীদের তালিকায় চমেকের চিকিৎসক, বন্দর কর্মকর্তা-কর্মচারী, কারারক্ষী, পুলিশ সদস্যও রয়েছেন।

এছাড়া বিআইটিআইডিতে গত তিন দিনে ৮১৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১৬ জনের। এর মধ্যে ৬৭ জন নগরের এবং ৪৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কক্সবাজারে পাঁচ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের লোহাগাড়ার একজনের পজিটিভ পাওয়া গেছে। এছাড়া এদিন সিভাসুতে নমুনা পরীক্ষার কোনো ফল প্রকাশ করা হয়নি।

 

রোজাউল করিম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়