ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত বেড়ে ৮০

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পঞ্চগড়ে করোনায় আক্রান্ত বেড়ে ৮০

পঞ্চগড়ে একদিনে নতুন করে আরও ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  এ নিয়ে পঞ্চগড়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮০ জনে।

রোববার (৩১ মে) রাতে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, ইতিমধ্যেই আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ প্রতিবেশি কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ১২ জনই ঢাকা, কুমিল্লা ও মাদারীপুরফেরত। এদের রক্তের নমুনা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের টেস্টে পজিটিভ আসে।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট এক হাজর ২৯৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ২১৮ জনের রিপোর্ট পাওয়া গেছে।  এর মধ্যে ৮০ জনের শরীরে করোনা পজিটিভি এসেছে। ১২ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।  দুজনের মৃত্যু হয়েছে। বাকিদের আইসোলেশনে রাখা হয়েছে।

 

পঞ্চগড়/নাঈম/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়