ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হবিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯২

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হবিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯২

হবিগঞ্জে আরো ২১ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ জনে।

রোববার (৩১ মে) রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হবিগঞ্জে আরো ২১ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ২১ জনের মধ্যে বাহুবল উপজেলায় ৮ জন, চুনারুঘাট উপজেলায় ৫ জন, সদর উপজেলায় ৪ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ২ জন এবং লাখাই ও নবীগঞ্জ উপজেলায় একজন করে মোট ২ জন।

এ নিয়ে জেলায় মোট করোনাতে আক্রান্ত হয়েছেন ১৯২ জন। আক্রান্তদের মধ্য থেকে আনুষ্ঠানিকভাবে সুস্থ ঘোষণা করা হয়েছে ৮৭ জনকে। মৃত্যুবরণ করেছে এক শিশু।



মামুন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়