ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মুন্সীগঞ্জে বেইলি ব্রিজ ধসে পড়ে যাত্রী ভোগান্তি

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মুন্সীগঞ্জে বেইলি ব্রিজ ধসে পড়ে যাত্রী ভোগান্তি

ঢাকা-দিঘিরপাড় সড়কের পুরা বাজার বেইলি ব্রিজটি কাঠের গুঁড়ি ভর্তি একটি ট্রাকসহ ধসে পড়েছে।

মঙ্গলবার (২ জুন) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজারে ঘটনাটি ঘটে। এতে দিঘিরপাড় ও আশপাশের এলাকার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী কবির হালদার জানান, কাঠের গুঁড়িভর্তি একটা ট্রাক ব্রিজ পার হওয়ার সময় বিকট শব্দে ব্রিজটি ধসে পড়ে। তবে ড্রাইভার ও হেলপার অক্ষত আছেন।

সারা দিনেও ট্রাকটি উদ্ধারে কোনো তৎপরতা দেখা যায়নি। লোকজন নৌকায় পারাপার হচ্ছেন। তবে গুরুত্বপূর্ণ এ সড়কটিকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ট্রাকটি দ্রুত উদ্ধারসহ সড়কটি সচল করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটি সড়ক ও জনপথের সেতু। তাদের বলা হয়েছে। তবে এটি চালু হতে সময় লাগবে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



রতন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়