ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিলেটে বাস টার্মিনালে সংঘর্ষ: দেড় হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিলেটে বাস টার্মিনালে সংঘর্ষ: দেড় হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা প্রায় দেড় হাজার পরিবহন শ্রমিককে আসামি করা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে নগর পুলিশের দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ফজল এ তথ‌্য নিশ্চিত করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসাও এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আটক নেই বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম উদ্দিন ফলিকের বিরুদ্ধে শ্রমিক কল্যাণ তহবিলের দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়েই দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। এসময় এনা পরিবহনের কাউন্টারসহ বেশ কিছু যানবাহন ভাঙচুর চালায় শ্রমিকরা। পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর দুই ঘণ্টা পর ফের উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।

 

আরও পড়ুন > সিলেটে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

                    > সিলেটে শ্রমিকদের দুই পক্ষে আবারও সংঘর্ষ

 

নোমান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়