ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চট্টগ্রামে প্রশাসনের কর্মকর্তাসহ নতুন ১১৩ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৭, ১০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে প্রশাসনের কর্মকর্তাসহ নতুন ১১৩ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রাম মহানগরী ও জেলায় মাঠ প্রশাসনের একাধিক কর্মকর্তাসহ নতুন করে ১১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং একজন সহকারী কমিশনার (ভূমি) রয়েছেন।

মঙ্গলবার (০৯ জুন) রাত ১টার দিকে চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি রাইজিংবিডিকে জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চারটি ল্যাবের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১১৩ জন। ৪৮৫টি নমুনা পরীক্ষায় এই নতুন রোগী শনাক্ত হয়।

চট্টগ্রামের ৪টি ল্যাবের মধ্যে নগরীর বিআইটিআইডি ল্যাবে ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।  চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

এছাড়া, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষা করে ১২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। তাদের মধ্যে ১০ জনের নমুনায় দ্বিতীয় বার করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

সব মিলিয়ে চট্টগ্রামে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৮০ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২৬০ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০০ জন।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়