ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ১২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরিফ হাসান (৩০) নামের এক তরুণ চিকিৎসকের মৃত্যু ঘটেছে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

আরিফ হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান। তিনি ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতেন নিয়মিত।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে জ্বর এবং অসুস্থতায় ভুগছিলেন তিনি। তবে তিনি বাসায় থেকে চিকিৎসা নিলেও করোনার পরীক্ষা করাননি। শুক্রবার সন্ধ্যার পর হঠাত করে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে প্রথমে নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই মুহুর্তে তার আইসিইউ সাপোর্টের পরামর্শ দেয়ায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে ভর্তি করে আইসিইউ সাপোর্ট দেয়ার আগেই তার মৃত্যু ঘটে।

ডা. আরিফ হাসান ঢাকা মেডিকেল কলেজের ৪৯ তম এমবিবিএস ব্যাচের ছাত্র ছিলেন। এ নিয়ে গত ১০ দিনে চট্টগ্রামে সর্বমোট ৪ জন চিকিৎসকের মৃত্যু ঘটলো।


রেজাউল করিম/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ