ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নোয়াখালীতে শিশু ধর্ষণের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৯, ১৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
 নোয়াখালীতে শিশু ধর্ষণের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে। 

সোমবার (১৫ জুন) ভোরে উপজেলার ছাতারপাইয়া পূর্ব বাজারের সোনাকান্দী এলাকায় বন্দুকযুদ্ধ হয়। নিহত মিজানুর রহমান (৪০) পার্শ্ববর্তী উপজেলা সোনাইমুড়ীর নাওতলা গ্রামের আলাউদ্দিনের ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, রোববার বিকেলে শিশু ধর্ষণ মামলার আসামি মিজানকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তিমতে পুলিশ রাতে সহযোগীদের গ্রেপ্তার করতে অভিযানে যায়। পুলিশ সোনাকান্দী এলাকায় পৌঁছলে সহযোগীরা অতর্কিত গুলি করে মিজানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।  

তিনি জানান, পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে মিজানের সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মিজানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় পুলিশ সদস্য রসুল মীর, পিয়াস সরকার ও পিপল আহত হয় বলে জানান তিনি। তাদের সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি, একটি ধারালো ছোরা উদ্ধার করেছে। নিহতের লাশ নোয়খালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

 

সুজন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়