ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মুন্সীগঞ্জে করোনা শনাক্তে পিসিআর ল্যাব স্থাপনের দাবি

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ২১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মুন্সীগঞ্জে করোনা শনাক্তে পিসিআর ল্যাব স্থাপনের দাবি

মুন্সীগঞ্জে করোনা শনাক্তকরণ পিসিআর ল্যাব স্থাপন ও করোনার সুচিকিৎসার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে কফিন  রেখে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সাধারণ মানুষ।

দুই দিনের কর্মসূচির প্রথম দিন মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সুজন হায়দার জনি সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমা আক্তার, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি মনিরুজ্জামান শরিফসহ আরও অনেকে।

আগামীকাল (২২ জুন) মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে একই দাবীতে ঘণ্টাব্যাপী অনশন কর্মসূচি পালন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

রতন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়