ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কুমেক হাসপাতালে ৫টি আইসিইউ বেড স্থাপন

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৫, ২২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুমেক হাসপাতালে ৫টি আইসিইউ বেড স্থাপন

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য পাঁচটি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে।

এছাড়া জরুরি চিকিৎসার জন্য ৩০টি অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটর ও মনিটর দেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে হাসপাতালের উপপরিচালক ডা. ফরিদুল ইসলামের কাছে এসব যন্ত্রপাতি হস্তান্তর করা হয়। এ সময় কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ উপস্থিত ছিলেন।

উপপরিচালক ডা. ফরিদুল ইসলাম জানান, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উদ্যোগে এসব যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর জন্য আইসিইউ বেড, অক্সিজেন সিলিন্ডার ও ভেন্টিলেটর খুব জরুরি। এতে কুমিল্লার মানুষ উপকৃত হবে। 

 

ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ