ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ২২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন হুমায়ন কবির ভূঁইয়া (৭২)। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে তিনি নিজ বাড়িতে আইসোলেশনের ছিলেন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৩ জন।

সোমবার (২২ জুন) কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস মৃত‌্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হুমায়ন কবির অসুস্থতা বোধ করায় গত ১৭ জুন হাসপাতালে এসে নমুনা দিয়ে যান। পরবর্তীতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসা রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। আক্রান্তের পর থেকে নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন ওই ব্যক্তি।

তিনি বলেন, হুমায়ন কবিরের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা যাওয়ার পরামর্শ দিলেও তিনি ঢাকা না গিয়ে বাড়িতেই থাকেন। সোমবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হয়েছে।

উল্লেখ‌্য, এ নিয়ে কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

 

নোয়াখালী/মাওলা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়