ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিলেটে চিকিৎসকসহ আরও ৪১ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩০, ২৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিলেটে চিকিৎসকসহ আরও ৪১ জন করোনায় আক্রান্ত

সিলেট জেলায় নতুন করে আরও ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ৮৫৫ জন করোনায় আক্রান্ত হলেন।

সোমবার (২২ জুন) রাতে ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা পজিটিভ আসে।

হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ২০ জন, জকিগঞ্জ উপজেলার সাতজন, ফেঞ্চুগঞ্জ উপজেলার তিনজন, কানাইঘাট উপজেলার দুইজন, গোলাপগঞ্জ উপজেলার দুইজন এবং বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার ছেলে ও তার বাসার দুই কর্মচারীসহ ওই উপজেলার ছয়জন রয়েছেন।

সিলেট জেলায় ৫ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। আর ১৫ এপ্রিল প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার (২৩ জুন) সকাল পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৪৫ জন। সুস্থ হয়েছেন ২৪৫ জন। আর হাসপাতালে ভর্তি আছেন ১৮৬ জন।



সিলেট/নোমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়