ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৩, ২৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম মিন্টু নামে এক মাদককারবারি নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) ভোরে পাঁচবিবির রতনপুর স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রবিউল পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র। র‌্যাবের দাবি, নিহত রবিউল বিজিবি ও পুলিশ অ্যাসল্টসহ মাদকের ১৯ মামলার আসামি।

কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদক কারবারের খবর পেয়ে র‌্যাবের আভিযানিক দল আজ (বুধবার) ভোরে দিকে পাঁচবিবির রতনপুর স্লুইসগেট এলাকায় অভিযান চালায়। টের পেয়ে মাদক কারবারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি শুরু করে।  আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ মাদক কারবারি রবিউলকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শ্যুটার গান, ২টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি এবং ৫০২ বোতল ফেনসিডিলসহ ১২০০ পিছ ইয়াবা জব্দ করেছে র‌্যাব।

 

শামীম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়