ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন বীর বাহাদুর উশৈসিং

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ২৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন বীর বাহাদুর উশৈসিং

সর্বশেষ নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছাড় পত্র পেয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বুধবার (২৪ জুন) পার্বত্য মন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এপিএস সাদেক হোসেন চৌধুরী জানান, বুধবার মন্ত্রীর সর্বশেষ টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। বেলা ২টার দিকে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন তিনি। সেখান থেকে মিন্টো রোডের সরকারি বাসভবনে উঠেছেন মন্ত্রী বীর বাহাদুর।

সেসময় মন্ত্রীর সাথে সাথে তার বড় ছেলে রবিন বাহাদুর উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৬ জুন করোনা ভাইরাসে শনাক্ত হন পার্বত্য মন্ত্রী ও সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে নেওয়া হয়।

 

এস বাসু দাশ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়