ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বগুড়ায় সিভিল সার্জনসহ ১০ চিকিৎসক করোনায় আক্রান্ত

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় সিভিল সার্জনসহ ১০ চিকিৎসক করোনায় আক্রান্ত

বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. সামির হোসেন মিশুসহ ১০ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের ফলাফল পজিটিভ আসে।

বগুড়া শহীদ জিয়াউররহমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।

ডা. রেজাউল আলম জুয়েল জানান, বৃহস্পতিবার বিকেলে পরীক্ষাকৃত নমুনায় বগুড়া সিভিল সার্জন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা, শজিমেক হাসপাতাল এবং টিএমএসএস হাসপাতালের আট জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, করোনায় আক্রান্ত ১০ চিকিৎসকের মধ্যে সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. সামির হোসেন মিশু শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে আছেন। অন্যরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।


আলমগীর/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ