ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বগুড়ায় করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৯, ২৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একেএম শাহজাহান আলী (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে টিএমএসএসের রফাতুল্লা কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শাহজাহান আলী বগুড়ায় জনতা ব্যাংক লিমিটেডের করপোরেট শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। আরও ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। 

বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান,   নতুন করে শনাক্ত ৮৬ জনের মধ্যে পুরুষ ৬১ জন, নারী ২০ জন ও পাঁচজন শিশু রয়েছে। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩১৭ জন। 

বগুড়া টিএমএসএসের রফাতুল্লা কমিউনিটি হাসপাতালের সহকারী পরিচালক আব্দুর রহিম রুবেল জানান, শাহজাহান আলী করোনায় আক্রান্ত ছিলেন। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন। আজ ভোরে তিনি মারা যান।  

 

আলমগীর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ