ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে করোনায় ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭২

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৯, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে করোনায় ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭২

চট্টগ্রাম মহানগরী ও জেলায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ৫ জনের মৃত্যু ঘটেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৭৮ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। এর মধ্যে মহানগরীতে ২৫৯ জন এবং উপজেলা পর্যায়ে ১১৩ জন।

বুধবার (১ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৭টি ল্যাবে ১ হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৭২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ২৫৯ জন নগরের ও ১১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে সর্বমোট ৮ হাজার ৮৫২ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৮ জন নগরের ও ২ হাজার ৭৫৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরী ও জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন উপজেলার ও একজন নগরের বাসিন্দা। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১৭৮ জন। এর মধ্যে ১৩৪ জন নগরের ও ৪৪ জন উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় ল্যাব ভিত্তিক নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩১ জন ও বিভিন্ন উপজেলার ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নগরীর ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ৩১০ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩০ জন নগরের ও ৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ ল্যাবে ৩১৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৬১ ও উপজেলার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৬ জন নগরের ও ৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিক‌্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের উপজেলা পর্যায়ের ২৪ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনার শনাক্ত হয়।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৯ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩৬ জন ও উপজেলার ৮ জনের করোনা পাওয়া গেছে।

বেসরকারি শেভরন ল্যাবে ২০৪ জনের নমুনা পরীক্ষা করে ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯৫ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১১৩ জনের মধ্যে সাতকানিয়া উপজেলায় ১৩, বাঁশখালীর ৭, আনোয়ারার ৪, চন্দনাইশের ৭, পটিয়ার ৮, বোয়ালখালীর ৪, রাঙ্গুনিয়ার ১৯, রাউজানের ১৫, ফটিকছড়িতে ৭, হাটহাজারীতে ২১, মিরসরাইয়ের ৩ ও সীতাকুণ্ডের ৫ জন রয়েছেন।

চট্টগ্রামে মোট করোনা আক্রান্তদের মধ্যে বাসায় ও হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন প্রায় ৪ হাজার করোনা আক্রান্ত।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়