ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

নাব্যতা সঙ্কট ও প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব‌্যাহত হচ্ছে।

১৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর বুধবার (১ জুলাই) দুপুর থেকে সিমীত পরিসরে ফেরি চলাচল শুরু করেছে। এদিন পাঁচটি ফেরি দিয়ে যানবাহন পারাপার শুরু করেছে। তবে উভয় পাড়ে যানবাহনের প্রচুর চাপ দেখা গেছে।

মুন্সীগঞ্জের মাওয়া ট্রাফিক ফাড়ির ইনচার্জ (টিআই) হেলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাট এলাকায় বিকাল ৬টা পর্যন্ত ছোট-বড় মিলিয়ে সাত শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যান রয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে ৩০টি ছোট-বড় গাড়ি নিয়ে চ্যানেলের মুখে ডুবোচরে আটকা পরে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।

বুধবার সন্ধ‌্যা ৬টা পর্যন্ত দুটি উদ্ধারকারী ট্যাগ জাহাজ দিয়েও ফেরিটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে।

শিমুলিয়া ঘাট বিআইডব্লিউটিসি সহকারি ব্যবস্থাপক সাফায়েত হোসেন জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে কর্তৃপক্ষের সিদ্ধান্তে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু হবে।


রতন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়