ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ময়মনসিংহে ইউএনওসহ আরও ৬০ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫০, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ময়মনসিংহে ইউএনওসহ আরও ৬০ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) জান্নাতুল ফেরদৌসসহ ৬০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ১ হাজার ৮৮৯ জন।

বুধবার (১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা সিভিল সার্জন এবিএম মশিউল আলম।

তিনি বলেন, ‘ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪৮০ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ময়মনসিংহ জেলার ৬০ জন। এছাড়া, ৩১ জন নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার।’

ময়মনসিংহে আক্রান্ত ৬০ জনের মধ্যে সিটি করপোরেশন ও সদরের ৩৬ জন, ফুলবাড়ীয়ার দুইজন, ফুলপুরের চারজন, তারাকান্দার তিনজন, ত্রিশালের চারজন, ঈশ্বরগঞ্জে তিনজন, মুক্তাগাছায় তিনজন, হালুয়াঘাটে তিনজন ও ভালুকার দুইজন রয়েছে।

 

মিলন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়