ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গোপালগঞ্জে করোনা উপসর্গে রোগীর মৃত্যু, চিকিৎসক লাঞ্ছিত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গোপালগঞ্জে করোনা উপসর্গে রোগীর মৃত্যু, চিকিৎসক লাঞ্ছিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে কাজী আলমগীর (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অপূর্ব বিশ্বাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে রোগীর স্বজনেরা। এ ঘটনায় জেলার চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সষ্টি হয়েছে।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া কাজী আলমগীরের বাড়ী টুঙ্গিপাড়া উপজেলার কেড়াইলকোপা গ্রামে।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক‌্যাল কর্মকর্তা ডা. ইয়ার আলী মুন্সী শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

ডা. ইয়ার আলী মুন্সী বলেন, ‘গত সাতদিন আগে কাজী আলমগীরের করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। পরে শনিবার সকাল ৮টার দিকে করোনা উপসর্গ নিয়ে কাজী আলমগীর টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। দ্রুত তাকে চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়। তবে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।’

তিনি আরও বলেন, ‘মারা যাওয়া রোগী চিকিৎসা সেবা পাননি এমন অভিযাগে এনে তার আত্মীয়-স্বজনরা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. অপূর্ব বিশ্বাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় মামালা দায়েরর প্রস্তুতি চলছে।’

গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘ডাক্তারকে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সকল চিকিৎসকের মতামত সত্বেও করোনাকালীন চিকিৎসা সেবা ব্যহত করে আমরা কোনো কর্মসূচি না দিয়ে দোষিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

 

বাদল সাহা/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়