ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৭, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসোলশনে  এক নারীর মৃত্যু হয়েছে ।  

শনিবার (৪ জুলাই) রাত ৮টায় মারা যান। সাতক্ষীরার দেবহাটা উপজেলার খাঞ্জিয়া নওয়াপাড়া গ্রামে তার বাড়ি।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক‌্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার এ তথ‌্য নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ভবতোষ কুমার মণ্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার দুপুরে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন ওই নারী। চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। 

ডা. জয়ন্ত সরকার জানান, নিহত ব‌্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করা হবে। নিহত ব‌্যক্তির বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে ।

এ নিয়ে সাতক্ষীরা জেলায় করোনার উপসর্গ নিয়ে মোট ২৬ জনের মৃত্যু হলো।

 

শাহীন গোলদার/ইভা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়