ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাসা থেকে পালিয়েছেন করোনা রোগী

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৩, ১০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাসা থেকে পালিয়েছেন করোনা রোগী

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি (৪২) বাসা থেকে পালিয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাসা লকডাউন করতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

ওই ব‌্যক্তি বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। বড়লেখায় হামদর্দ ল্যাবরেটরিজে (ওয়াকফ) হাকিম হিসেবে কর্মরত ছিলেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনার উপসর্গ থাকায় কয়েকজন ব্যক্তি সম্প্রতি পরীক্ষার জন্য হাসপাতালে নমুনা দেন। গতকাল বুধবার (৮ জুলাই) রাতে ওই ব্যক্তিসহ তিনজনের নমুনা পরীক্ষার প্রতিবেদন করোনা পজিটিভ আসে। রাতেই উপজেলা স্বাস্থ্য বিভাগ ফোনে তাকে বিষয়টি জানায়।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ওই ব্যক্তির বাসা লকডাউনের জন্য হাসপাতালের লোকজন পৌরসভার হাটবন্দ এলাকায় যান। সেখানে গিয়ে জানতে পারেন, তিনি সকালে ঢাকায় চলে গেছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা হামদর্দের ম্যানেজারের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন আক্রান্ত ব্যক্তিকে ঢাকায় তাদের প্রতিষ্ঠানের আইসোলেশনে রাখা হয়েছে।’

 

মৌলভীবাজার/সাইফুল্লাহ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়