ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গোপালগঞ্জে নতুন ৩৩ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪১, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গোপালগঞ্জে নতুন ৩৩ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৮৬ জনে।

শনিবার (১১ জুলাই) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৮ জন, কাশিয়ানী উপজেলায় ৮ জন, মুকসুদুপুর উপজেলায় ৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ২ জন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, জেলা থেকে মোট ৬ হাজার ৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় মোট ১৬ জন মারা গেছেন। এছাড়া বাকীদের মধ্যে ৫৮৬ জন সুস্থ হলেও জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩৮০ চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ‌্য, করোনা আক্রান্ত ৯৮৬ জনের মধ্যে সদর উপজেলায় ২৯০ জন, মুকসুদপুর উপজেলায় ১৯৭ জন, কাশিয়ানী উপজেলায় ১৮৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৬৮ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৪৮ জন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৭৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

 

বাদল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়