ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাঙামাটিতে নতুন করোনায় আক্রান্ত ২৪, মোট ৪৪২ জন

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাঙামাটিতে নতুন করোনায় আক্রান্ত ২৪, মোট ৪৪২ জন

শনিবার নতুন ২৪ জনসহ রাঙামাটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৪২ জনে দাঁড়িয়েছে। দুপুরে বিআইটিআইডি ও সিভাসু থেকে আসা আলাদা রিপোর্টে ২৪ জনের পজেটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোস্তফা কামাল।

নতুন সনাক্তদের মধ্যে জনের মধ্যে সদরে ১০ জন, কাপ্তাই হতে ৪ জন, বরকল হতে ১ জন, লংগদু হতে ১ জন, কাউখালী হতে ২ জন, জুরাছড়ি হতে ২ জন, বিলাইছড়ি হতে ২ জন ও রাজস্থলী হতে ২ জন রয়েছে। এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪২ জন।

এদিকে, মোট আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদরে আক্রান্ত ২৫৯ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৪৯জন, লংগদুতে ১০ জনের মধ্যে ৫ জন সুস্থ্, জুরাছড়িতে ১৭ জনের মধ্যে ৬ জন সুস্থ্য আছেন, বিলাইছড়ির ১৩ জনের মধ্যে ২ জনই সুস্থ্,রাজস্থলীতে আক্রান্ত ৮জনের মধ্যে ৪জন সুস্থ্য, কাপ্তাইয়ে আক্রান্ত ৮৪ জনের মধ্যে ৪৯ জন সুস্থ্, কাউখালীতে ২৭ জনের মধ্যে ১০ জন সুস্থ্, নানিয়াচরে ২ জনের মধ্যে ২জনই সুস্থ্ এবং বাঘাইছড়িতে ১৫ জনের মধ্যে ৪ জন সুস্থ্ এবং বরকলে ৩ জন আক্রান্ত হয়েছেন।

 

বিজয় ধর/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়