ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জ শহরে সরকারি জমির উপর গড়ে ওঠা ৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার (১৩ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোপালগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে জেলা শহরের উদয়ন রোডে অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানকালে পৌর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির ইউনুস হোসেন, পেশকার আব্দুল আলীমসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) গোপালগঞ্জ সদর মো. মানোয়ার হোসেন বলেন, ‘উচ্ছেদ অভিযান আমাদের নিয়মিত কাজের একটি অংশ।  জেলা শহরের উদয়ন রোডে সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী দোকান ঘর তুলে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল।  তাদেরকে বার বার বলা সত্ত্বেও সরকারি জায়গা ছেড়ে না দেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।  আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে। '

 

বাদল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়