ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চট্টগ্রাম বন্দর শেডের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ১৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রাম বন্দর শেডের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের তিন শেডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই শেডে নিলাম যোগ্য রাসায়নিক ও ফেব্রিক্সসহ বিভিন্ন ধরনের দাহ্য পণ্য থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালাতে হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে সৃষ্ট এই আগুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণকারী গাড়ি ছাড়াও ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও ইপিজেড স্টেশন থেকে ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

চট্টগ্রাম বন্দরের উপ পরিচালক (নিরাপত্তা) মেজর রেজাউল হক জানান, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস। তবে বন্দর শেডে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় শ্রমিকদের অসতর্কতায় এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস এবং বন্দর কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপনে কাজ করছে বলে জানান চট্টগ্রাম বন্দরের উপ পরিচালক (নিরাপত্তা) মেজর রেজাউল হক।

এদিকে আগুন লাগার খবর পেয়ে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিবদর্শন করেছেন।

 

 

রেজাউল করিম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়