ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বি.বাড়িয়ায় হেফাজত : লতিফ সিদ্দিকীকে মুক্তি দিলেই লাগাতার হরতাল

সমীর চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২৭ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বি.বাড়িয়ায় হেফাজত : লতিফ সিদ্দিকীকে মুক্তি দিলেই লাগাতার হরতাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : প্রাক্তন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মুক্তি দিলেই লাগাতার হরতালের ঘোষণা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলাম।

 

বুধবার দুপুরে জেলা শহরের কান্দিপাড়াস্থ জামেয়া ইউনুসিয়া মাদ্রাসা থেকে কয়েক হাজার মাদ্রাসা ছাত্র ও শিক্ষক বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেয়। শহরের প্রধান সব সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করে।

 

মুফতি মাওলানা আব্দুর রহিম কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-মাওলানা শোয়াইব, মাওলানা আতাউর রহমান, মুফতি এনামুল হক, মাওলানা আব্দুল হক, মাওলানা নোমান হাবিবী, মুফতি আব্দুল ওয়াহাব প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, সরকার আবদুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য। যেদিন লতিফ সিদ্দিকী জেল থেকে ছাড়া পাবেন সেদিন থেকেই লাগাতার হরতাল শুরু হবে।

 

তার জামিন আদেশ অবিলম্বে বাতিল করে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তারা। অন্যথায় বাংলাদেশের সব মুসলমান ভাইদেরকে সঙ্গে আলেম সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

 

 

 

 

রাইজিংবিডি/ব্রাহ্মণবাড়িয়া/২৭ মে ২০১৫/সমীর চক্রবর্তী/রিশিত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়