দুইবারের বিশ্বকাপজয়ী জিতোর জীবনাবসান
আমিনুল || রাইজিংবিডি.কম
পেলের সঙ্গে জিতো
ক্রীড়া ডেস্ক : ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮ সুইডেন বিশ্বকাপ ও ১৯৬২ চিলি বিশ্বকাপ জিতেছিলেন। ছিলেন কিংবদন্তি পেলের সতীর্থ। ব্রাজিলের স্বনামধন্য ক্লাব সান্তোসের হয়ে ১৫ বছর খেলেছেন। জীবনে অনেক সুখ্যাতি অর্জন করেছেন। এবার সবাইকে ফাঁকি দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার জিতো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
সোমবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও জিতোর ক্লাব সান্তোস এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয় যে রোববার জিতো সাওপাওলোতে অবস্থিত তার বাড়িতে মৃত্যুবরণ করেন। কী কারণে তার মৃত্যু হয়েছে সেটা তারা জানায়নি। তবে জিতো গেল বছর স্ট্রোক করেছিলেন। এরপর থেকে তার শারীরীক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না।
রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৫/আমিনুল
রাইজিংবিডি.কম