সালিশে পেটানোর অভিযোগে মামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি : গ্রাম্য সালিশে পেটানোর অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলী এবং গ্রাম পুলিশ রাশেদকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখিত দুইজন ছাড়াও অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে কমলনগর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলার বাদী হাজির হাট তদন্ত কেন্দ্রের আইসি পুলিশের উপপরিদর্শক হুমায়ুন কবির।
আজ বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, আসামিরা পুলিশের নজরদারিতে রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, মধ্যম চরমার্টিন গ্রামের দিনমজুর আবদুর রবের ঘরজামাতা আবদুল হাই কালু তার শ্যালিকাকে নিয়ে মার্কেটে যাওয়ার কথা বলে চট্টগ্রাম নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসায় থাকে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাদের সেখান থেকে গত ৩০ ডিসেম্বর বাড়ি নিয়ে আসে। পরের দিন সকালে বাড়ির আঙিনায় সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে অভিযুক্ত চেয়ারম্যান ও গ্রাম পুলিশ তাদের দুইজনকে পেটায়।
পরে আবদুর রব বাদী হয়ে কমলনগর থানায় নারী নির্য়াতন মামলা দায়ের করলে পুলিশ জামাতা আবদুল হাই কালুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। একই সময় শ্যালিকাকে ধর্ষণের আলামতের জন্য শারীরিক পরীক্ষা করায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দর বিশ্বাস জানান, সালিশ বৈঠকে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী দুইজনকে পেটানোর ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এরপর এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। পুলিশ বিষয়টি জানতে পেরে সেই প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাইজিংবিডি/লক্ষ্মীপুর/১৫ ফেব্রুয়ারি ২০১৭/পলাশ সাহা/বকুল
রাইজিংবিডি.কম