ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ৩ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের পার হাউজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভেড়ামারা মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঈদ বিনোদনের জন্য হার্ডিং ব্রিজ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেল দুই আরোহীর মৃত্যু হয়েছে।

এ সময় তিনজন আহত হয়। আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি জানান, নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।



রাইজিংবিডি/কুষ্টিয়া/০৩ সেপ্টেম্বর ২০১৭/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়